মুক্তিযুদ্ধের তহবিল সংগ্রহ করে প্রতিদান অর্থ আত্মসাতের তালিকায় নাম

By স্টার নিউজ+

বাংলাদেশের মুক্তি সংগ্রামে অংশগ্রহণকারী প্রবাসী এক বাঙালি, যিনি ১৯৭১ এ যুক্তরাজ্যে মহান মুক্তিযুদ্ধের জন্য তহবিল সংগ্রহ করেছেন, তারই নাম উঠেছে অর্থ আত্মসাতের তালিকায়। অর্ধশত বছর আগে যে দেশের জন্মলগ্নের অংশীদার ছিলেন তিনি, সে দেশের প্রশাসনিক জটিলতায় আত্মসম্মান খোঁজার ব্যর্থ চেষ্টায়, শেষ বয়সে এসে এখন তিনি ক্লান্ত।

মর্মান্তিক এই ঘটনা নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয় একটি প্রতিবেদন। স্টার নিউজ+ এ দেখুন প্রবাসী মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ সাহা রায়ের স্বীকৃতির সংগ্রামের গল্প।