মেট্রোরেল কর্তৃপক্ষ কেন আরও ১ হাজার কোটি টাকা চাইছে?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

দেশের প্রথম মেট্রোরেল প্রকল্পের কাজ চলছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রুটের উদ্বোধন হবে চলতি বছরের ১৬ ডিসেম্বর। বাকি অংশ শেষ হওয়ার কথা ২০২৩ সালের ডিসেম্বরে। অথচ এরমধ্যে মেট্রোরেল কর্তৃপক্ষ একবার তাদের নির্মাণ ব্যয়ের জন্য চেয়েছিল অতিরিক্ত প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা। এখন আবার রেল চালু ও রক্ষণাবেক্ষণ খরচ মেটাতে সরকারের কাছে আরও ১ হাজার কোটি টাকা চাইছে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল।

কিন্তু কেন বাড়ছে অতিরিক্ত এই খরচ?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে 'মেট্রোরেলের অতিরিক্ত খরচ' নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র স্টাফ রিপোর্টার তুহিন শুভ্র অধিকারী।