মেয়াদোত্তীর্ণ কালুরঘাট সেতুতে চলবে উচ্চ গতির ট্রেন!
ব্রিটিশ শাসন থেকে স্বাধীন বাংলাদেশ, ইতিহাসের নানা চড়াই-উতরাইয়ের সাক্ষী ৯২ বছর বয়সী কালুরঘাট সেতু। উত্তর ও দক্ষিণ চট্টগ্রামকে সংযুক্ত করতে ১৯৩০ সালে সেতুটি নির্মিত হয়।
কর্ণফুলী নদীর ওপর নির্মিত প্রথম রেলসেতু এটি। ১৯৬২ সালে সেতুটি যানবাহন চলাচলের উপযোগী করা হয়। সেতু চালু হওয়ার ৭১ বছর পর ২০০১ সালে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সেটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। কয়েক দফা সংস্কার করে এই সেতু দিয়ে উচ্চগতির রেল চালানোর বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।কালুরঘাট রেলসেতুর বেহালদশা এবং উচ্চগতি সম্পন্ন রেল চলাচলের জন্য সেতুটি কতটা উপযোগী তা নিয়েই আজকের স্টার অন দ্য স্পট।