মেয়েকে উদ্ধারে স্বেচ্ছায় ভারতে পাচার হওয়া মায়ের গল্প

By স্টার নিউজ +

 

ভারতে পাচার হয়ে যাওয়া মেয়েকে উদ্ধারের জন্যে এক অদম্য মা নিজেই পাচার হয়েছিলেন। মেয়েকে নিয়ে দেশে ফিরতে সেই মায়ের অভিযাত্রা যেন সিনেমার গল্পকেও হার মানায়।

নারী পাচারকারী একটি চক্র ঢাকার বস্তি থেকে এক তরুণীকে চাকরির কথা বলে ভারতে একটি যৌনপল্লীতে বিক্রি করে দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য না পেয়ে মা সিদ্ধান্ত নেন নিজেই উদ্ধার করবেন মেয়েকে।

আজ স্টার নিউজ + এ জানব সেই মায়ের করুণ কাহিনি।