মেয়ের খোঁজে পাচার হতে বাধ্য হলেন মা: আইন-শৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতা কোথায়
ভারতে পাচার হওয়া মেয়েকে উদ্ধার করতে স্বেচ্ছায় পাচার হওয়া মা তার মেয়ের সঙ্গে থাকতেন মিরপুরের কালশীর একটি বস্তিতে। ওই একই বস্তি থেকে গত ছয় বছরে অন্তত ২০টি মেয়েকে পাচার করার খবর পাওয়া গেছে। পাচারকারী চক্রের টার্গেট বিভিন্ন বস্তিতে বসবাসরত নিম্ন আয়ের মেয়েরা। ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে যাওয়া হয় দেশের বাইরে। বিশেষ করে ভারতের বিভিন্ন পতিতালয়ে।
এতগুলো নারী পাচার হয়ে বিক্রি হচ্ছে বিদেশের পতিতালয়ে— এ সম্পর্কে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে? মেয়েকে উদ্ধারে মাকে স্বেচ্ছায় পাচার হতে হলো কেন? কেন পুলিশ তাকে উদ্ধার করতে পারল না?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে নারী পাচার এবং এর বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করতে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মোহাম্মদ জামিল খান।