মোবাইল ফোন আসক্তিতে বেড়েছে শিক্ষার্থীদের রোগ

By স্টার নিউজ+

স্কুল শিক্ষার্থীদের মধ্যে গত এক বছরে আশঙ্কাজনক হারে বেড়েছে মোবাইল ফোন ও গেজেটের প্রতি আসক্তি।

ফলে গত দেড় বছরে নানান মানসিক সমস্যার পাশাপাশি বেড়েছে পিঠে ব্যথা, অনিদ্রা ও দৃষ্টি শক্তি হ্রাসের মতো শারীরিক সমস্যা। সম্প্রতি, ৭টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গবেষণায় উঠে এসেছে, দীর্ঘদিন ঘরবন্দি জীবন এবং মোবাইল ফোন ও গেজেটের প্রতি অতি নির্ভরশীলতা এর জন্য দায়ী।

মহামারির সময়ে ঘরবন্দি শিক্ষার্থীদের অতিমাত্রায় মোবাইল ফোন ও গেজেটের প্রতি আসক্তি এবং এর প্রভাব নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয় একটি প্রতিবেদন। স্টার নিউজ+ এ থাকছে প্রতিবেদনের সারসংক্ষেপ।