যারা আমাকে ভালোবাসেন, ভুলটা তাদেরই চোখে পড়ে: সাফা কবির
এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাফা কবির। কাজ করেছেন উপস্থাপক ও আরজে হিসেবেও। সম্প্রতি, অভিনয় করেছেন শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ওয়েব সিরিজ 'বলি'তে। সিরিজে আয়েশা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সাফা।
স্টার এন্টারটেইনমেন্ট নিউজ অফ দ্য উইক-এ সাফা কবির কথা বলেছেন 'বলি'তে কাজ করার অভিজ্ঞতাসহ তার ক্যারিয়ারের আরও নানান দিক নিয়ে।