যুক্তরাষ্ট্রের উপহারের ২৫ লাখ টিকা দেশে পৌঁছেছে

By স্টার নিউজবাইটস

নতুন করে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ২৫ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। কোভ্যাক্স কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ও শনিবার দুটি কিস্তিতে বিমানযোগে এই টিকা সরবরাহ করা হয়।

শুক্রবার টিকার প্রথম কিস্তির ১২ লাখ ডোজ গ্রহণ করতে উপস্থিত থাকেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার। শনিবার সকালে টিকার বাকি অংশ এসে ঢাকায় পৌঁছায়।