যেখানে চায়ের টেবিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়

By স্টার স্পেশাল

ছোটবেলায় ফেলুদার গল্পে পড়া দার্জিলিং মানেই রক গার্ডেন, বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি, ম্যাল, টয় ট্রেন, আর অবশ্যই কেভেন্টারসের ব্রেকফাস্ট। আধুনিক কেএফসি'র এই যুগেও শতবর্ষী কেভেন্টারসের আবেদন যেন কমেনি এতটুকুও।

আজকের স্টার স্পেশালে চলুন ঘুরে আসি পাহাড়ের কোল ঘেঁষা দার্জিলিং শহরের বিখ্যাত রেস্টুরেন্ট কেভেন্টারসে।