কীভাবে আন্তর্জাতিক এভিয়েশন হাব হবে কক্সবাজার?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ শেষ হলে তা হবে বাংলাদেশের বিমানবন্দরগুলোর মধ্যে দীর্ঘতম। সমুদ্রের জলরাশির ওপর রানওয়ের এক প্রান্ত থাকবে। দিনরাত সাগরজল ছুঁয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে এই রানওয়েতে।

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে দেড় হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সিঙ্গাপুর, দুবাই, হংকংয়ের মতো কক্সবাজার হবে এ অঞ্চলের এভিয়েশন হাব।

কী পরিকল্পনা করা হচ্ছে কক্সবাজারকে নিয়ে? নতুন এয়ারপোর্ট কি কক্সবাজারকে এ অঞ্চলের এভিয়েশন হাব বানাতে পারবে? আর কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়নে কী পরিকল্পনা করছে সরকার?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে কক্সবাজার এয়ারপোর্ট ঘিরে পর্যটনের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করতে ফারহানা আহমেদের সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশিদুল হাসান।