যেভাবে গ্রিনহাউসে সবজির চারা উৎপাদনে সাফল্য পেল একটি খামার

By ইনসাইড বাংলাদেশ

গ্রিনহাউস পদ্ধতিতে ড্রিপ সেচ এবং কীটপতঙ্গমুক্তভাবে উৎপাদিত হচ্ছে সবজির চারা। এই চারা উৎপাদনে মাটির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে কোকোপিট। যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে গড়ে উঠেছে সবজির চারা উৎপাদনের অত্যাধুনিক এক খামার।

ম্যাক্সিম এগ্রোর গ্রিনহাউস পদ্ধতি এবং অন্যান্য আধুনিক অভিনব পদ্ধতিতে চারা উৎপাদনের সাফল্য নিয়ে আজকের ইনসাইড বাংলাদেশ।