যেভাবে শেয়ারবাজার দুর্নীতিতে এন‌আরবি ব্যাংক

By স্টার নিউজ+

শেয়ারবাজার থেকে এনআরবি ব্যাংক বেশি দামে শেয়ার কিনে, বিক্রি করেছে কম দামে। এতে ব্যাংকের ১০৩ কোটি টাকা লোকসান হলেও শেষে লাভবান এই কারসাজিতে জড়িতরাই।

কীভাবে ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠান জড়িয়ে পড়ল শেয়ারবাজার দুর্নীতিতে?

ব্যাংকটির এই অনৈতিক চর্চা নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছে প্রতিবেদন। আজকের নিউজ+ এ থাকছে প্রতিবেদনের সারসংক্ষেপ।