যে অঞ্চল থেকে গহনা যায় সারা দেশে

By ইনসাইড বাংলাদেশ

গহনাগ্রাম; এই গ্রামের প্রায় ১০ হাজার মানুষ গহনা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত। মূলত ব্রিটিশ আমলেই সাভারের ভাকুর্তা অঞ্চলের মানুষ বিকল্প পেশা হিসেবে বেছে নেন গহনা তৈরির কাজ।

গহনা তৈরির কাজে তাদের দক্ষতার কথা ছড়িয়ে পড়লে গত শতকের আশির দশক থেকে বাড়তে থাকে কারিগরের সংখ্যা। মাথার টায়রা থেকে পায়ের নূপুর— নারীদের সব ধরনের গহনা এখানকার শিল্পীরা তৈরি করেন।

সাভারের গহনা গ্রাম এবং এই গ্রামের শিল্পীদের নিয়ে আজকের ইনসাইড বাংলাদেশ।