যে কারণে আকর্ষণ হারাচ্ছে তিস্তাপাড়ের শুঁটকি বন্দর

By স্টার নিউজবাইটস

শুঁটকি বন্দর। জেনে অবাক হবেন- একসময় তিস্তাপাড়ের এই বন্দর থেকে শুঁটকি যেত কলকাতা, জলপাইগুড়ি, কোচবিহার ও আসামের নানা অঞ্চলে।

প্রায় শতবর্ষী এই বাজার ছিল হাজারো পরিবারের জীবিকার উৎস। কালের বিবর্তনে এটি হারিয়েছে অতীত জৌলুশ। তবে সোনালি ইতিহাস নিয়ে টিকে আছে আজও।