যে কারণে ই-ভ্যালি, ই-অরেঞ্জের অধিকাংশ গ্রাহক টাকা ফেরত পাবেন না
ই-ভ্যালি, ই-অরেঞ্জ, কিউ কম—অবিশ্বাস্য সব অফার, ডিসকাউন্ট! মূল্য ছাড়ের ফাঁদে পড়ে অসংখ্য মানুষ এসব কোম্পানিতে জমা দেন কয়েক হাজার কোটি টাকা। এরপর একে একে বেরিয়ে আসতে থাকে; এর সবই ছিল এক ধরনের জটিল প্রতারণা, পঞ্জি স্কিম।
এখন শক্ত হাতে দমন করা হচ্ছে পঞ্জি স্কিমে জড়িত কোম্পানিগুলোকে। এসব কোম্পানির সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে কারাগারে।
তবে, বিনিয়োগের টাকা ফেরত পাননি অসংখ্য প্রতারিত গ্রাহক। তাদের কী হবে? তারা কি আদৌ টাকা ফেরত পাবেন? প্রতারণার কয়েক হাজার কোটি টাকাই বা কোথায় গেল?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে ই-কমার্সে প্রতারিত মানুষের টাকার কী হবে তা নিয়ে নাজিবা বাশারের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জায়মা ইসলাম।