যে কারণে তারা লোকালয় ছেড়ে চরে সংসার গড়লেন
এ যেন নদীর বুকে এক সুবিশাল মরুভূমি। লালমনিরহাটের ধরলা নদীর সাদা বালির এই চরটিকে জনমানব শূন্য বলার উপায় নেই। কারণ এই চরে গত দেড় বছর ধরে বসত গড়েছেন ষাটোর্ধ এক দম্পতি। এই চরের একমাত্র বাসিন্দা তারাই।
বসবাসের জন্য লোকালয় ছেড়ে কেন তারা বেছে নিলেন এই বিরান ভূমি? সারাদিন কোনো মানুষের যাতায়াত নেই, কোলাহল নেই—এমন চরে কীভাবে কাটে তাদের দিন-রাত? বিচ্ছিন্ন জীবনে কী তাদের বিনোদনের উৎস?
ধরলার দুর্গম চরের এই দম্পতিকে নিয়ে আজকের ইনসাইড বাংলাদেশ।