যে জাদুঘর ঢাকার নায়েব ও নাজিমদের গল্প বলে

By ইনসাইড বাংলাদেশ

নিমতলী দেউড়ি ঢাকার একটি ঐতিহাসিক স্থাপনা, যা ১৭৬৫ সালের দিকে নির্মিত। পুনরুদ্ধারের পর এটি একটি ঐতিহ্যবাহী যাদুঘরে পরিণত হয়েছে।

আড়াইশ বছরের পুরোনো প্রাসাদের মূল অংশটি সংরক্ষণের অভাবে ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। এশিয়াটিক সোসাইটির প্রচেষ্টায় প্রাসাদের প্রবেশদ্বারটি পুনরুদ্ধার করা হয়েছে এবং যাদুঘরে পরিণত হয়েছে।

পলাশীর যুদ্ধে বাংলার পরাজয়ের পর ঢাকার নায়েব ও নাজিমদের জন্য মুঘল আমলের স্থাপত্য নিদর্শন সহ তিনতলা ভবনটি নির্মিত হয়েছিল।