যে নবাবের হাত ধরে বিরিয়ানির প্রচলন হয়েছিল কলকাতায়
তিনি নিছক একজন নিঃসঙ্গ নবাব নন, ছিলেন কবি, সংগীতজ্ঞ ও ভোজনরসিক। তার হাত ধরেই কলকাতায় শুরু হয় বিরিয়ানির জয়যাত্রা।
কিন্তু, সেই নবাবের গল্প পাশ্চাত্যের যেকোনো ট্র্যাজেডিকেও হার মানাবে। যে নবাব কলকাতায় এসেছিলেন রাজ্য ফিরে পাবার আর্জি নিয়ে তাকেই শেষ পর্যন্ত নানা ষড়যন্ত্রের বেড়াজালে জড়িয়ে থেকে যেতে হয়েছিল কলকাতার কাছেই মেটিয়াবুরুজে।
স্টার স্পেশালে থাকছে সেই মেটিয়াবুরুজের নবাব ওয়াজিদ আলি শাহের গল্প।