রসগোল্লায় আমের স্বাদ!

By ইনসাইড বাংলাদেশ

রসগোল্লায় আমের স্বাদ! শুনতে কিছুটা অদ্ভুত শোনালেও, আমের স্বাদে রসগোল্লা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন আমের 'দেশ' রাজশাহীর ব্যবসায়ী আরাফাত রুবেল ও রবিউল করিম।

রাজশাহী নগরের ভদ্রা রেলগেট এলাকায় 'রসগোল্লা' নামেই বিক্রয়কেন্দ্র খুলেছেন তারা। সেই রসগোল্লার স্বাদ নিতে দূরদূরান্তের লোকজনও আসছেন এখানে।

আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে এই অভিনব স্বাদের রসগোল্লার গল্প।