রাজশাহীতে দেশের সবচেয়ে ছোট গরু!
এবার রাজশাহীতে মাত্র ১৮ কেজি ওজনের একটি বামন গরু পাওয়া গেছে। ভুট্টি জাতের এই গরুটির উচ্চতা মাত্র সাড়ে ২৩ ইঞ্চি।
সাতক্ষীরার এক কৃষকের কাছ থেকে গরুটি সংগ্রহ করেছেন রাজশাহী সওদাগর অ্যাগ্রোর স্বত্বাধিকারী আরাফাত রুবেল।
রাজশাহী নগরের কাটাখালী শ্যামপুর এলাকায় তার গরুর খামার রয়েছে।