রাজশাহীতে যেভাবে পাকিস্তানি হানাদারদের হত্যাযজ্ঞ শুরু হয়
একাত্তরের ২ এপ্রিল গ্রীষ্মের রাত। দেশে তখন কারফিউ চলছে। রাজশাহী শহরের সুরেশ কুমার পান্ডের বাড়িতে রাত সাড়ে ১১টা নাগাদ একটি পাকিস্তানি মিলিটারি জিপ থামলো। দরজায় করা নাড়তেই সুরেশ পান্ডে বেরিয়ে এলেন। কথা বলে চলে যাওয়ার সময় পেছন থেকে গুলি করল সেই পাকিস্তানি সেনা। মেঝেতে লুটিয়ে পড়লেন সুরেশ। শহীদ হলেন।
ওই রাতেই রাজশাহী শহরের একজন আইনজীবী বীরেন্দ্রনাথ সরকারকে একইভাবে হত্যার মাধ্যমে রাজশাহীতে হত্যাযজ্ঞ শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী।
বিজয়ের ৫০ বছরে আজ শোনাবো একাত্তরে রাজশাহীতে পাকিস্তানি হানাদারদের হত্যাযজ্ঞের শুরুর গল্প।