রাজশাহী মেডিকেলে গাছ কাটায় শতাধিক পাখির মৃত্যু

By স্টার নিউজবাইটস

গত দুই দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গাছ কাটার সময় অন্তত শতাধিক পাখির মৃত্যু হয়েছে এবং অসংখ্য পাখি আবাসস্থল হারিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জলাবদ্ধতা নিরসনের ড্রেন এবং গাড়ির গ্যারেজ নির্মাণের জন্য তাদের এই গাছগুলো কাটতে হচ্ছে।

আরও জানতে দেখুন এই ভিডিওটি।