রাশিয়ার ইউক্রেন আক্রমণ কি যুক্তরাষ্ট্রের একাধিপত্যের সমাপ্তি?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় এবং ভয়াবহ সামরিক অভিযান চলছে। ইউক্রেন উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপের সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে পারবে না এই দাবিতেই মূলত পুরোদমে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া।
কিন্তু, এই দ্বন্দ্ব কি শুধু ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে কিনা সেজন্য? পুতিন বা রাশিয়া আসলে কী চাইছে? এর বিপরীতে পশ্চিমা বিশ্ব কী করতে পারবে? আর এর মাধ্যমে কি যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের অর্থনৈতিক ও সামরিক একাধিপত্য শেষ হতে যাচ্ছে?
স্টার ভিউজরুমে মোহাম্মদ আল-মাসুম মোল্লার সঙ্গে রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রেক্ষাপট এবং বিশ্ব রাজনীতিতে এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।