রাষ্ট্রপতির সংলাপকে কেন গুরুত্বহীন ভাবছে বাসদ, সিপিবি, বিএনপি?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

পরবর্তী নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে চলমান সংলাপকে তেমন গুরুত্ব দিচ্ছে না বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বাসদ জানিয়েছে, ২০১২ ও ২০১৬ সালের সংলাপে তাদের মতামত আমলে নেওয়া হয়নি। আর সিপিবি সভাপতি বলেছেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির তেমন কোনো ক্ষমতা নেই।

আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মতে রাষ্ট্রপতির সংলাপ প্রহসনমূলক।

আসলেই রাষ্ট্রপতির সংলাপের গুরুত্ব কোথায়? গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে এ ধরণের উদ্যোগের ভূমিকা কতটুকু?

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশিদুল হাসান।