রাস্তাহীন সেতুর ২২ বছর, ভেঙে পড়ছে

By স্টার নিউজ প্লাস

ব্রাহ্মণবাড়িয়ায় খালের মাঝখানে একটি সেতু দাঁড়িয়ে আছে গত ২২ বছর ধরে। যার দু'পাশে নেই কোনো সংযোগ সড়ক।

এই প্রকল্পের বাজেট প্রায় ৫০ লাখ টাকা। কিন্তু, প্রায় দুই যুগ ধরে প্রকল্প বাস্তবায়নকারীদের হয়তো খেয়াল হয়নি সরকারি টাকায় যে সেতুটি নির্মিত হচ্ছে তা যেন জনসাধারণের কাজে লাগে।

কৃষ্ণনগর এবং বঙ্গজ গ্রামের মানুষের দুর্দশা দূর করার সেতুটি এখন স্বপ্নভঙ্গের প্রতীক হয়ে উঠেছে। কারণ, চালুর আগেই ভেঙে পড়ছে সেতুটি।

ব্রাহ্মণবাড়িয়ার নয়াখালের রাস্তাহীন এই ব্রিজ নিয়ে দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। স্টার নিউজ প্লাসে দেখুন প্রশাসনিক চরম অব্যবস্থাপনা এবং সরকারি টাকা অপচয়ের নিদর্শন এই সেতুর বর্তমান অবস্থা।