রূপগঞ্জে অগ্নিকাণ্ডে শিশু মৃত্যু, দায় কার?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড এন্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৬ শিশু নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে এই শিশুরাও আছে। কিন্তু কারখানার মালিক, সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম দায় অস্বীকার করে বলেছেন, ‘যদি কারখানা থাকে, তাহলে সেখানে শ্রমিক থাকবে। শ্রমিক থাকলে কাজ হবে। আর কাজ হলে আগুন লাগতেই পারে। এর দায় কি আমার?’

বিপজ্জনক কাজে শিশুদের নিযুক্ত করা, অগ্নিকাণ্ডের সময় গেট আটকে রাখার মতো গুরুতর অনিয়মের কথা সামনে আসার পরও কি কারখানার মালিক বা সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে মোহাম্মদ আল-মাসুম মোল্লার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক জায়মা ইসলাম।