রেকর্ড গড়ার নাকি ভাঙার সিনেমা ‘আরআরআর’?
'বাহুবলী'-খ্যাত পরিচালক এসএস রাজমৌলির নতুন চলচ্চিত্র 'আরআরআর' মুক্তি পেয়েছে গত ২৫ মার্চ। মুক্তির প্রথম দিন থেকেই বিশ্বব্যাপী দারুণ ব্যবসা করে ছবিটি এখন আলোচনার শীর্ষে।
ব্রিটিশ ভারতের বিপ্লবী আল্লুরি সিতারামারাজু ও কমরাম ভীম চরিত্র নিয়ে কল্পনা নির্ভর কাহিনীর ছবি 'আরআরআর'।
মূল ২ চরিত্রে অভিনয় করেছেন এনটি রামা রাও জুনিয়র ও রাম চরণ। এই ছবির মধ্য দিয়েই তেলেগু ছবিতে অভিষেক হল অজয় দেবগন ও আলিয়া ভাটের।
দর্শকদের কী দিলেন রাজমৌলি? ঐতিহাসিক চরিত্র, কল্পনা, আবেগ, নাকি রাজমৌলির গল্প বলার নিজস্ব ভঙ্গির পৌরাণিক ধাঁচ? কোনটি শেষপর্যন্ত ছবিতে বড় হয়ে উঠে?
এসব প্রশ্নের উত্তর জানতে স্টার মুভি রিভিউয়ে দেখুন সৈয়দ নাজমুস সাকিবের 'আরআরআর' বিশ্লেষণ।