রেমির মানবিক কাজের স্বীকৃতি ‘হিরো অ্যাওয়ার্ড’
তাহিয়াতুল জান্নাত রেমি। কাজ করছেন নারী অধিকার নিয়ে। ফরিদপুরে গড়ে তুলেছেন 'নন্দিতা সুরক্ষা' সংগঠন।
যৌন সহিংসতা বন্ধ, শিশুদের শরীরে মন্দ স্পর্শ বিষয়ে সচেতনতা ও নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ বিনামূল্যে দেয় সংগঠনটি।
মানবিক কাজের স্বীকৃতি হিসেবে আরভি ফাউন্ডেশনের 'হিরো অ্যাওয়ার্ড' এবং মানুষের জন্য ফাউন্ডেশন থেকে দেশ সেরা ১০ জনের একজন হিসেবে করোনাকালে মানবিক যোদ্ধা পদক পেয়েছেন রেমি।
আজকের ইনসাইড বাংলাদেশে দেখুন রেমির গল্প।