রেল কর্মকর্তাদের ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ভারত ভ্রমণের কারণ কী?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের বরাদ্দ কমিয়ে আনা হয়েছে অর্ধেকে। অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, কেবল জরুরি এবং অনিবার্য কারণ ছাড়া অন্যান্য নিয়মিত ভ্রমণ বাতিল করতে। তারপরও মহামারির এই নিষেধাজ্ঞার মধ্যেই রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভ্রমণ করছেন ইউরোপে এবং কয়েক মাসের মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্র ভ্রমণেরও পরিকল্পনা আছে।

তবে, মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ইউরোপের যেসব দেশে ভ্রমণে যাচ্ছেন, তার একটি দেশের সঙ্গেও বাংলাদেশের রেল সম্পর্কিত কোন প্রকল্প নেই।

বিশ্ব অর্থনৈতিক সংকটের এই সময়ে কেন এরকম ব্যয়বহুল বিশ্বভ্রমণের প্রয়োজন পড়ছে? এই ভ্রমণের ব্যয়ভার বহন করবে কে? জনগণের টাকা খরচ করে প্রতি বছর বিভিন্ন মন্ত্রণালয়ের এরকম বিদেশ ভ্রমণের কারণটাই বা কী?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে রেল মন্ত্রণালয়ের বিদেশ ভ্রমণ নিয়ে নাজিবা বাশারের সঙ্গে বিস্তৃত আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক তুহিন শুভ্র অধিকারী।