রোহিঙ্গা ক্যাম্পে শৃঙ্খলা রক্ষায় কী করা যেতে পারে?

By স্টার কানেক্টস

যত দিন যাচ্ছে সহিংসতা, খুন, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধের আখড়া হয়ে উঠছে রোহিঙ্গা ক্যাম্প। সংঘবদ্ধ অপরাধ চক্রের দৌরাত্ম্য ক্যাম্পগুলোতে। এরইমধ্যে গত ২২ অক্টোবর রাতে উখিয়ার ক্যাম্পের এক মাদ্রাসায় অস্ত্রসহ হামলা করে দুর্বৃত্তরা, নিহত হয় অন্তত ৬ জন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভয়াবহ অবস্থায় পৌঁছেছে রোহিঙ্গা ক্যাম্পে? রোহিঙ্গা নেতা মুহিবুল্লা হত্যাকাণ্ডের পর কি সেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে? আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) অস্তিত্ব কি সত্যিই আছে ক্যাম্পে?

স্টার কানেক্টসে রোহিঙ্গা শরণার্থী শিবিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তা সমাধানে করণীয় নিয়ে আলোচনা করতে দ্য ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আল-মাসুম মোল্লার সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।