রোহিঙ্গা সংকট সমাধানে কী করতে পারে বাংলাদেশ?

By স্টার কানেক্টস

মিয়ানমারের রাখাইনে চার বছর আগে সেনাবাহিনীর বর্বরোচিত গণহত্যার মাধ্যমে শুরু হয় বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী সংকট। যখন কোনো দেশ রোহিঙ্গাদের আশ্রয়ে এগিয়ে আসেনি, বাংলাদেশ নিজের সীমান্ত খুলে দিয়েছে। অথচ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও উদাসীন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতা ও আফগানিস্তান সংকটে বিশ্বের নজর সেদিকে থাকায় রোহিঙ্গা সংকট সমাধানে কী করতে পারে বাংলাদেশ?

স্টার কানেক্টসে দ্য ডেইলি স্টারের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট পরিমল পালমা'র সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহাব এনাম খান।