র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা কতটা তাৎপর্যপূর্ণ?
'গুরুতর মানবাধিকার লঙ্ঘনের' অভিযোগে মার্কিন সরকার এক নির্বাহী আদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক মহাপরিচালক এবং বর্তমান পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ র্যাবের ৬ জন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে।
কেন এই নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র? এই নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য কী অর্থ বহন করে?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে র্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম।