লকডাউনে গ্রেপ্তার: দরিদ্ররা হচ্ছেন নিঃস্ব!

By স্টার নিউজ+

চলমান লকডাউনে প্রতিদিনই শত শত মানুষ গ্রেপ্তার হচ্ছেন। তাদের অধিকাংশই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। পেটের দায়ে বের হয়েছিলেন কাজের খোঁজে। ক্ষুধার্ত এসব মানুষ গ্রেপ্তার-পুলিশি হয়রানি হওয়ার পাশাপাশি পড়ছেন বিচার কার্যক্রমের মারপ্যাঁচে। মুক্তি পেতে করতে হচ্ছে অতিরিক্ত টাকা খরচ। 
গ্রেপ্তারকৃতদের পরিবার-পরিজনদের অপেক্ষা করতে দেখা যায় ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে।
লকডাউনে গ্রেপ্তার হওয়া দরিদ্র মানুষের আদালতে ভোগান্তির ঘটনা নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছিল একটি প্রতিবেদন। স্টার নিউজ প্লাসে থাকছে আদালত প্রাঙ্গণে অপেক্ষমাণ মানুষের ভোগান্তির কথা।