লকডাউন শিথিলের প্রথম দিনে কর্মমুখর দেশ

By স্টার অন দ্য স্পট

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন শিথিল হওয়ার পর রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে ব্যস্ততা বেড়েছে।

বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাটে শুরু হয়েছে যাত্রী পরিবহন। তবে, কোথাও কোথাও বৃষ্টি থাকায় রাস্তায় জনসমাগম ছিল কম।

এ ছাড়া, ধোয়ামোছা শেষে বিপণিবিতান থেকে শুরু করে রাস্তার পাশের দোকানগুলোও খোলা দেখা গেছে।

ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও সিলেট থেকে দ্য ডেইলি স্টারের সাংবাদিকদের ক্যামেরায় উঠে এসেছে লকডাউন শিথিলের প্রথম দিনের চিত্র।