লঞ্চে আগুন: কেন দুর্ঘটনার পর জানা যায় অনিয়ম ছিল?
সুগন্ধা নদীতে শত শত মানুষ নিয়ে অভিযান-১০ লঞ্চ পুড়েছে প্রায় পৌনে ১ ঘণ্টা, মারা গিয়েছেন অন্তত ৪১ জন। এখন জানা যাচ্ছে, ফিটনেস লাইসেন্স থাকলেও অনুমোদন ছাড়াই লঞ্চের ইঞ্জিন বদল করা হয়েছিল, জাহাজের পুরনো ইঞ্জিন যুক্ত করতে জোর করে বড় করা হয়েছিল ইঞ্জিন রুম, অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ছিল না লঞ্চ ক্রুদের।
এই মর্মান্তিক দুর্ঘটনার দায় কি শুধু লঞ্চ কর্তৃপক্ষের? এই দুর্ঘটনা কি কেবলই বিচ্ছিন্ন ঘটনা, নাকি প্রতিদিন হাজার হাজার মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যেই যাতায়াত করছে?
অভিযান-১০ দুর্ঘটনা এবং তার দায় নিয়ে স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম এ ফারহানা আহমেদের সঙ্গে আলোচনা করেছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক তুহিন শুভ্র অধিকারী।