লালমনিরহাটের কালীস্থান গ্রামে হয় না আসর, অসহায় দোতারা বাদক শুকলাল

By ইনসাইড বাংলাদেশ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের কালীস্থান গ্রামের দোতারা শিল্পী শুকলাল এখন মানবেতর জীবনযাপন করছেন। গ্রামে এখন আর গানের আসর বসছে না, তাই শুকলালের ডাকও আসছে না।

আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে সঙ্গীত অন্তঃপ্রাণ দোতারা বাদক শুকলাল রায়ের অসহায়ত্বের গল্প।