লয়েডস লিস্টে ৯ ধাপ পেছাল চট্টগ্রাম বন্দর
লয়েডস লিস্টে বিশ্বের ১০০টি ব্যস্ততম বন্দরের তালিকায় দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামের অবস্থান নয় ধাপ পিছিয়েছে। ২০১৪ সালের পর বেশ কয়েক বছর ধরে চট্টগ্রাম বন্দরের অবস্থানে উন্নতি হলেও ২০২০ সালে অর্থনীতিতে করোনা মহামারির প্রভাবে ২০২১ সালে প্রকাশিত তালিকায় সেই অগ্রগতির ছন্দপতন ঘটেছে।
এই বিষয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয় একটি প্রতিবেদন। স্টার নিউজ+ এ থাকছে প্রতিবেদনের সারসংক্ষেপ।