শতবর্ষী পুরোহিত জনিক নকরেকের প্রয়াণ

By স্টার নিউজবাইটস

সাংসারেক, গারো জনগোষ্ঠীর আদি ধর্ম। যে ধর্মের মূল মন্ত্র হল প্রকৃতির উপাসনা। এখনো যারা এই ধর্মের রীতি রেওয়াজ পালন করেন তাদের বিশ্বাস বহু বছর আগে জিগেল বারি ওয়ারিগুট্টি নামক এক দ্বীপে এই ধর্মের সূচনা হয়।

বিলুপ্তপ্রায় এই ধর্মের পুরোহিত জনিক নকরেকের পুরো পরিবার ধর্মান্তরিত হলেও তিনি শেকড় ছেড়ে যাননি। গত ১২ নভেম্বর টাঙ্গাইলের মধুপুর উপজেলার চুনিয়া গ্রামে নিজ বাড়িতে পরলোকে পাড়ি জমান জনিক নকরেক।