শালবন উজাড় করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বানাতে চায় বিসিক!
মধুপুর শালবনের ২১৪ একর বন উজাড় করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বানাতে চায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন। এর জন্য প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৪০০ কোটি টাকা।
তাদের দাবি, দেশের অন্যতম এই সমতলভূমির শালবন অযথা পড়ে আছে।
শালবনে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির ফলাফল কী হতে পারে? ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কতটুকু? মধুপুরের মতো সংরক্ষিত বন কি বিসিক চাইতে পারে?
মধুপুর শালবনে বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণ পরিকল্পনা নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার সুকান্ত হালদার।