শাহজালালে পরিত্যক্ত উড়োজাহাজের কবরস্থান, নিলামের সিদ্ধান্ত

By স্টার নিউজ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ১২টি পরিত্যক্ত উড়োজাহাজ নিলামের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেন্ট এয়ারওয়েজ, জিএমজি এয়ারওয়েজ এবং আভিয়ানা এয়ারওয়েজের দুই থেকে আট বছর ধরে পড়ে থাকা এসব অকেজো উড়োজাহাজ বিমানবন্দরের কার্গো ওঠানামা করার জায়গা দখল করে আছে। তবে, দেরিতে হলেও বেবিচক সিদ্ধান্ত নিয়েছে এগুলো নিলামে তোলার।

এ নিয়ে দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন। স্টার নিউজ+এ প্রতিবেদনটির অপ্রকাশিত অংশ নিয়ে আলোচনা করেছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক রাশিদুল হাসান।