শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অচলাবস্থা কেন?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

গত ১১ দিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে চরম বিশৃঙ্খলা। বারবার ফ্লাইট পিছিয়ে যাচ্ছে, ইমিগ্রেশনে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে, বসার জায়গা হচ্ছে না, ট্রলি নেই, হাজারো যাত্রী ব্যাগ নিয়ে অপেক্ষা করছেন বিমানবন্দরের ভেতর। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ চলছে। আর এ কারণে ৬ মাসের জন্য বন্ধ রাখা হয়েছে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব ফ্লাইট।

নির্মাণকাজের জন্য ঠিক কীভাবে বিমানবন্দর ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে? বিমানবন্দরে সেবা পেতে চাইলে এখন কতটা অসুবিধায় পড়তে হবে যাত্রীদের? মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বিমানবন্দরে করোনা পরীক্ষা করাতে হয়। তাদের কী অবস্থা? এ পরিস্থিতি কি ৬ মাস ধরেই চলতে থাকবে?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে ফারহানা আহমেদের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশিদুল হাসান।