শাহজালাল বিমানবন্দরে পণ্য রপ্তানিতে ভোগান্তি

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

আকাশপথে পণ্য রপ্তানিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারিগরি সহায়তার অভাবে ভোগান্তিতে পড়ছেন রপ্তানিকারকরা। কার্গো ভিলেজে মালামাল রাখার অভাবের সঙ্গে এখন নতুন সমস্যা স্ক্যানার মেশিনের অভাব। রপ্তানিকারকদের আশঙ্কা এতে সময়মতো পণ্য ডেলিভারিতে দেরি হবে, ফলে হাতছাড়া হতে পারে বিশাল অংকের বৈদেশিক আয়।

রপ্তানিকারকরা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? এতে কী পরিমাণ ক্ষতি হচ্ছে রপ্তানি খাতে? সংকট সমাধানে কর্তৃপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছে?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পণ্য রপ্তানির ভোগান্তি নিয়ে খন্দকার মোহাম্মদ শোয়েবের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র স্টাফ রিপোর্টার রেফায়েত উল্লাহ।