শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে সংকটে ব্যাগ শিল্প
মহামারির কারণে লম্বা সময় ধরে বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এতে শিক্ষার্থীদের ব্যাগ উৎপাদন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ব্যবসায়ী ও পেশাজীবীরা পড়েছেন সংকটে। পথে বসেছেন বহু ব্যবসায়ী। অনেকেই খুঁজছেন আয়ের বিকল্প ব্যবস্থা।
দেশের ব্যাগ শিল্পের সঙ্গে জড়িত মানুষের দুঃখ-দুর্দশা এবং অনিশ্চয়তা নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয় একটি প্রতিবেদন। স্টার নিউজ+ এ দেখুন প্রতিবেদনের সারসংক্ষেপ।