শিথিল বিধিনিষেধের শেষ দিন: গন্তব্যে যেতে মানুষের ভিড়

By স্টার নিউজবাইটস

ঈদের তৃতীয় দিন, ২৩ জুলাই ভোর ৬টা থেকে শুরু হবে দুই সপ্তাহব্যাপী চলাচলের কঠোর বিধিনিষেধ। তাই ঈদের পরদিন হাজার হাজার মানুষ রওনা দিয়েছেন নিজ নিজ গন্তব্যে। পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটের অবস্থা দেখুন স্টার নিউজবাইটসে।