শিশুটি এখনো হুইলচেয়ারে বন্দি, ধর্ষণ মামলার বিচার হয়নি ৫ বছরেও
সম্প্রতিকালে নারী ও শিশু নির্যাতনের একাধিক মামলায় দ্রুত রায় হলেও রহস্যজনক কারণে ঝুলে আছে দিনাজপুরের শিশু ধর্ষণের মামলাটি। মামলার পর ধর্ষণের জন্য অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার হয়। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি মামলাটির বিচার কাজ।
দ্য ডেইলি স্টারের সাংবাদিক জায়মা ইসলাম কথা বলেছেন শিশুটির পরিবারের সঙ্গে। কথা বলেছেন শিশুটির পাশে দাঁড়ানো সংগঠনের সংশ্লিষ্টদের সঙ্গে। আজকের স্টার নিউজ+ এ থাকছে সেই শিশুটির দুঃসহ জীবনের কথা।