শীর্ষ ব্র্যান্ডের ভেজাল কীটনাশক ও সার কেরানীগঞ্জে
ঢাকার কেরানীগঞ্জের মেঘনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। কোন শীর্ষ ব্র্যান্ডের কীটনাশক ও সার প্রস্তুত হয় না এখানে? সম্প্রতি এই কারখানা থেকে দেড়শ কোটি টাকার ভেজাল কীটনাশক ও সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এসব ভেজাল পণ্য উৎপাদনে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হতো মাটি ও কেরোসিন তেল। প্রতারণায় আরও ব্যবহার করা হয়েছে শীর্ষ ব্র্যান্ডের প্যাকেজিং। দীর্ঘদিন ধরে এসব ভেজাল সার ও কীটনাশক ব্যবহার করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কে দেবে তাদের ক্ষতিপূরণ? কবে বন্ধ হবে ভেজালের দৌরাত্ম্য?
সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কেরানীগঞ্জের একটি কারখানা থেকে ভেজাল কীটনাশক ও সার জব্দ করা নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছিল আখলাকুর রহমানের একটি প্রতিবেদন। স্টার নিউজ+ এ থাকছে সেই অভিযানের খুঁটিনাটি।