শ্রমিক নেতা থেকে কোরিয়ান সিনেমার অভিনেতা বাংলাদেশি মাহবুব লী

By স্টার টক

প্রবাসী শ্রমিক নেতা থেকে অভিনেতা। মাহবুব আলমের জীবনটা যেন সিনেমার গল্প।

১৯৯৯ সালে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। তারপর তথ্যচিত্রের মাধ্যমে শ্রমিকদের দুঃখ-গাঁথা বলতে গিয়ে জড়িয়ে পড়েন অভিনয়ের সঙ্গে। এখন তিনি দক্ষিণ কোরিয়ায় পরিচিত মাহবুব লী নামে।

অভিনেতা হিসেবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেয়েছেন মর্যাদাপূর্ণ পুরস্কারও।

দ্বৈত নাগরিক মাহবুব এখন কাজ করছেন সিনেমা নিয়ে। অভিনয়ের পাশাপাশি গড়ে তুলেছেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান 'এম অ্যান্ড এম'। চলচ্চিত্র নির্মাণ এবং অভিনয়ের এই পথচলা নিয়ে আলাপচারিতায় আজ আমাদের সঙ্গে আছেন মাহবুব আলম।