শ্রম আদালত: বিচার আর ভোগান্তি যেখানে পাশাপাশি
শ্রম আদালতে মামলার রায় দিতে সাধারণত নির্ধারিত সময়ের চেয়ে ১০ গুণ বেশি সময় লাগে। আবার বিচার পেলেও ঠিকমত ক্ষতিপূরণ দেন না নিয়োগকর্তা। সঙ্গে মামলা চালানোর খরচ তো আছেই।
তাই অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আদালতের বাইরে দুই পক্ষ সমঝোতা করে।
অন্যায়ের প্রতিকার চাওয়া যেন অসহায় শ্রমজীবী মানুষের ভোগান্তির আরেক অধ্যায়।
এই যদি হয় আমাদের শ্রম আদালতের অবস্থা, খেটে খাওয়া মানুষগুলোর জন্য ন্যায় বিচার কীভাবে নিশ্চিত হবে?
দেশের শ্রম আদালতে বিচার প্রার্থীদের দুর্দশার চিত্র নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছিল জায়মা ইসলামের একটি প্রতিবেদন। স্টার নিউজ+ এ জানিয়েছেন তার পর্যবেক্ষণ।