শ্রীমঙ্গলে গারোদের নবান্ন উৎসব ‘ওয়ানগালা’

By ইনসাইড বাংলাদেশ 

শ্রীমঙ্গলে গারো সম্প্রদায়ের লোকেরা সারা দিন পূজা-অর্চনা করে নেচে-গেয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছেন তাদের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব ওয়ানগালা। গারো জাতিগোষ্ঠীর বিশ্বাস, 'মিশি সালজং' বা শস্যদেবতার ওপর ভরসা রাখলে ফসলের ফলন ভালো হয়।

দেবতাকে নতুন ফসলের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং নতুন ফসল খাওয়ার অনুমতি চেয়ে তারা পালন করা ওয়ানগালা (নবান্ন) উৎসব নিয়ে ইনসাইড বাংলাদেশ।