সচ্ছলতা এসেছে তাই বিধবা ভাতা কার্ড ফেরত দিয়েছেন লাজিনা বেওয়া
বগুড়ার আদমদীঘি উপজেলার ধুলাতোইর গ্রামের বাসিন্দা লাজিনা বেওয়া। গত ৭ জুন তিনি বিধবা ভাতা কার্ডটি ফেরত দিয়েছেন উপজেলা সমাজ সেবা অফিসে। সততার এই বিরল দৃষ্টান্ত স্থাপন করায় এখন তিনি সবার প্রশংসায় ভাসছেন।
১৯৮২ সালে মাত্র ২২ বছর বয়সে বিধবা হয়েছিলেন লাজিনা বেওয়া। দুই মেয়ে এবং এক ছেলেকে সঙ্গে নিয়ে অভাব এবং দুর্দশার জীবন ছিল তার। কিন্তু, তখন থেকেই ঠিক করে রেখেছিলেন সচ্ছলতা এলেই সহায়তার ওপর নির্ভরশীলতা দূর করবেন।
সৎ এবং সাহসী এই নারীকে নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয় একটি প্রতিবেদন। স্টার নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনের পেছনের গল্প।